কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অন্ধকার নামছে সিলেট নগরীতে, ৫ টাকার মোমবাতি ৩০ টাকায়ও পাওয়া যাচ্ছে না

www.tbsnews.net সিলেট জেলা প্রকাশিত: ১৮ জুন ২০২২, ১৯:২১

সিলেট এখন বিদ্যুৎ, ইন্টারনেটবিহীন জনমানবশূন্য ভুতুড়ে নগরী। একে তো বিদ্যুৎ নেই, তার উপর নগরীতে মোমবাতির চরম সংকট দেখা দিয়েছে। ফলে অন্ধকারে ঢাকা পড়েছে সিলেট শহর। বন্ধ রয়েছে দোকানপাট, খাবারের হোটেল। ফলে ব্যস্ত জনপদে হঠাৎ নেমে এসেছে পিনপতন নীরবতা, সেই সঙ্গে অজানা আতঙ্ক। যারা ফুডপান্ডা বা বিভিন্ন রেস্টুরেন্টে খেতেন, বিশেষ করে ব্যাচেলররা পড়েছেন চরম বিপাকে।


সিলেট শহরের ভাতালি এলাকায় একটি ফ্ল্যাটে কয়েকজনের সঙ্গে মিলে থাকেন ঊর্মি দে। তিনি জানান, 'ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য সিলেট শহরে এসেছি ৩ মাস হলো। জীবনের প্রথম বাইরে এসে থাকছি, রান্নাবান্নাও পারি না, তার উপর প্রচুর পড়াশোনার চাপ। সুনামগঞ্জে পানিবন্দি বাবা-মা। একে তো তাদের চিন্তা, কারণ যোগাযোগ করতে পারছি না; তার উপর সিলেট শহরে নেই বিদ্যুৎ। সেই সাথে বন্ধ সব খাবারের রেস্টুরেন্ট। ইচ্ছে করলেও রান্না করার উপায় নেই, কারণ গ্যাসও নেই। দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি।'


ব্যস্ততম এলাকা জিন্দা বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন জানান, 'পানির কারণে দোকান বন্ধ। বাসায়ও পানি। শুয়ে থাকার অবস্থা নেই, কারণ আশপাশের ছিন্নমূল মানুষকে জায়গা দিয়েছি। সেই সাথে খাবারের সংকট। আমি বুঝছি না আসলে কী করা উচিত। সাপের ভয়ে বাইরে গিয়ে দাঁড়াতে ভয় লাগছে। দিন-রাত একই জায়গায়। আর বেরই বা হব কোথায়? সব জায়গায় পানি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও