You have reached your daily news limit

Please log in to continue


মেসির বিদায়ে এখনো কষ্ট পান বার্সা সভাপতি

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে (প্যারিস সেন্ট জার্মেই) গিয়ে এর মধ্যে এক মৌসুম কাটিয়ে দিয়েছেন। কিন্তু তাঁর ক্লাব ছাড়ার ফলটা বার্সায় এখনো টাটকা। মেসির শূন্যতা যে এখনো পূর্ণতা পায়নি তা অকপটে স্বীকার করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।


মেসির অবদানকে স্মরণীয় করে রাখতে বার্সেলোনা উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে ক্লাব সমাবেশে লাপোর্তা বলেছেন, ‘মেসির বিদায় আমাকে কষ্ট দিয়েছে। সে ২০ বছরে আমাদের অনেক গৌরবময় অর্জন এনে দিয়েছে। এজন্য আমরা তাকে সম্মান জানাতে চাই। আর এটা খুব শিগগির হতে পারে। তাকে ছাড়া ক্লাবের এত বছরের অর্জন চিন্তা করা যায় না। সে আমাদের সবকিছু দিয়েছে। তাই আমার কাছে মেসি সব সময় বার্সেলোনার।’ 


মেসির বিদায়ের পর বার্সেলোনা যে তাঁর শূন্যতা পূরণ করতে পারেনি, সে কথা স্বীকার করে ক্লাব সভাপতি লাপোর্তা বলেছেন, ‘সে ছিল এই দলের মূল ভিত্তি। যতক্ষণ না আমরা এর সমাধান করতে পারছি, এটা আমাকে কষ্ট দিচ্ছে। আশা করি আপনারা সমাধানের বিষয়ে পরামর্শ দেবেন। আর যা-ই ঘটুক না কেন, সে যা করেছে তা চিরন্তন।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন