কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃষ্টি ও পাহাড়ি ঢলে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম ব্যহত

www.tbsnews.net আখাউড়া স্থলবন্দর প্রকাশিত: ১৮ জুন ২০২২, ১৭:৫৮

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম ব্যহত হচ্ছে। 


শনিবার (১৮ জুন) শুধুমাত্র মাছ ও গ্যাসের পাঁচটি গাড়ি প্রবেশ করেছে আগরতলা স্থলবন্দরে। তবে রপ্তানি পণ্যবোঝাই অন্তত ২০টি ট্রাক আগরতলায় ঢুকতে না পেরে স্থলবন্দরে আটকা পড়ে আছে। এর মধ্যে রড, সিমেন্ট ও তুলা বোঝাই ট্রাক রয়েছে।


তবে পণ্যবোঝাই ট্রাকগুলো বন্দরের ট্রাকইয়ার্ডে রাখা হলেও কোনো শেড না থাকায় পণ্যগুলো ভিজে নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। 



এছাড়া বন্দরের পাশে ব্যবসায়ীদের অফিসগুলো পানিতে তলিয়ে গেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৪০-৫০ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে।


আখাউড়া স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন জানান, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢ লের কারণে বন্দরের পাশে সড়কগুলো পানিতে তলিয়ে যাচ্ছে। ওপারের অবস্থাও খারাপ বলে শুনেছি। 


উল্লেখ্য, বর্তমানে প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আড়াই থেকে ৩ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয়। তবে ব্যবসায়ীদের অনীহায় এ বন্দর দিয়ে এখন পণ্য আমদানি বন্ধ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও