কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাজেটে বেড়েছে স্ট্যাম্প ডিউটি

সমকাল প্রকাশিত: ১৭ জুন ২০২২, ২১:০৪

ঘোষিত বাজেটে নানা সেবায় স্ট্যাম্প ডিউটি বাড়ানো হয়েছে। ব্যবসার শুরুতে কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি নিবন্ধনে স্ট্যাম্প ডিউটি উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে অর্থবিল প্রস্তাব করেছেন, তাতে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোম্পানি গঠনের শুরুতে সংঘস্মারক নিবন্ধনে ষ্ট্যাম্প ডিউটি দুই হাজার টাকা। তবে শেয়ার ক্যাপিটাল ১০ লাখ টাকা অতিক্রম না করলে পাঁচ হাজার টাকা; এর বেশি হলে সাত হাজার টাকা। আগে এ খরচ ছিল এক থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা।


সংঘস্মারকের পর ওই কোম্পানির সংঘবিধি নিবন্ধনের ক্ষেত্রে শেয়ার মূলধন ৪০ লাখ টাকা পর্যন্ত হলে তিন হাজারের স্থলে ১০ হাজার টাকার স্ট্যাম্প ডিউটি লাগবে। শেয়ার মূলধন এর বেশি কিন্তু ১২ কোটির বেশি না হলে ৩০ হাজার টাকা এবং তারও বেশি হলে ৫০ হাজার টাকা গুনতে হবে। শেয়ারের অ্যালটমেন্ট নিতে ২০ টাকার জায়গায় ৫০ টাকা এবং শেয়ার সার্টিফিকেট পেতে ২০ টাকার জায়গায় ৫০ টাকার স্ট্যাম্প ডিউটি খরচ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও