দেউলিয়া হওয়ার পথে কসমেটিকস কোম্পানি রেভলন

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুন ২০২২, ২০:২৬

কসমেটিকসের বৈশ্বিক ব্র্যান্ড রেভলন দেউলিয়া হওয়ার পথে পা বাড়িয়েছে। কোম্পানিটি নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের আদালতে মামলা দায়ের করেছে। সংস্থাটি বলছে, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটায় কাঁচামালের অত্যধিক মূল্যবৃদ্ধি পেয়েছে। তাতে বেড়ে গেছে উৎপাদন খরচ। এ কারণে ৯০ বছরের পুরোনো এ ব্যবসা প্রতিষ্ঠানটি সরবরাহকারীদের পাওনা পরিশোধ করতে গিয়ে ধুঁকছে।


পাশাপাশি শ্রমিক–সংকটেও ভুগছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় পণ্য বিক্রির ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে। সব মিলিয়ে তাই প্রায় শতবর্ষী এ কসমেটিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এখন নিজেদের দেউলিয়া ঘোষণার পথ বেছে নিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য তাদের ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সাড়ে ৫৭ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে। এদিকে দেউলিয়া হওয়ার আবেদনের খবরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দাম ১৩ শতাংশ কমে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও