আমি কুমিল্লায় না থাকলে লাশ পড়তো: এমপি বাহার
‘আমি যদি কুমিল্লায় না থাকতাম তাহলে লাশ পড়তো। সব কর্মীদের বলেছিলাম ধৈর্য ধরে নির্বাচনে কাজ করতে। ধৈর্য ধরার কারণে কোনো অঘটন ঘটেনি।’
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নবাগত মেয়র-কাউন্সিলরদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন বাহার বলেন, নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন সফলভাবে হয়েছে। আমরা এ নির্বাচনকে অত্যন্ত ধৈর্যেরে সঙ্গে মোকাবিলা করেছি। এতে আপনাদের সন্তান কুমিল্লার বাহার বাংলাদেশে আরেকটি ইতিহাস সৃষ্টি করলো।