গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও অনুমোদন
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ১৫ জুন অনুষ্ঠিত কমিশনের ৮২৭তম সভায় গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যের ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার আইপিও-এর মাধ্যমে ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।
উল্লেখ্য যে, গ্লোবাল ইসলামী ব্যাংক এই আইপিও-এর মাধ্যমে ৪২৫.০০ (চারশত পঁচিশ) কোটি টাকা পুঁজি উত্তোলন করে এসএমই, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের ব্যয় নির্বাহ করবে। গ্লোবাল ইসলামী ব্যাংকের সেপ্টেম্বর ৩০, ২০২১ সালে সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু ১৪.৪২ টাকা ও শেয়ার প্রতি আয় ১.৯১ টাকা এবং বিগত ০৫ (পাঁচ) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ১.০৮ টাকা।