![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F5f108cb4-0efc-4715-b645-8df4b1954941%252F1531d5a6-ac18-436f-b8e8-019e5f6e9c0e.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
দেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন
নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন। আর নতুন ইআরডি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খান। দুজনই সরকারি চাকরিতে যোগ দেন ১৯৯১ সালে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ দুই সচিবকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আদেশ কার্যকর হবে আগামী ১১ জুলাই।
ফাতিমা ইয়াসমিন দেশের প্রথম নারী অর্থসচিব হচ্ছেন। দেশের প্রথম নারী ইআরডি সচিবও তিনি। বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মচারী ফাতিমা ইয়াসমিন ইআরডি সচিব হওয়ার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ছিলেন।
শরিফা খানও বিসিএস নবম ব্যাচের কর্মচারী। পরিকল্পনা কমিশনের সদস্য হওয়ার আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। এর আগে ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর। তিনি হবেন দ্বিতীয় নারী ইআরডি সচিব।