![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkarachi-20220616184904.jpg)
যে প্রতিষ্ঠানে চাকরি হারানোর ভয় নেই কর্মীদের
করোনাভাইরাস মহামারির মধ্যে ব্যবসা কমে যাওয়ায় সংকটে পড়েছে অনেক প্রতিষ্ঠান। এসময় খরচ বাঁচাতে কর্মী ছাটাই করতে হয়েছে অনেককে। মহামারিকালে প্রতি মুহূর্তেই আতঙ্ক কাজ করেছে কর্মীদের মধ্যে, এই বুঝি চাকরি হারাতে হয়! এর মধ্যেই ব্যতিক্রম করাচির একটি ব্যবসাপ্রতিষ্ঠান, আরও সুনির্দিষ্টভাবে বললে একটি রেস্টুরেন্ট। চালু হওয়ার পর থেকে আজপর্যন্ত সেখানে কেউ চাকরি হারাননি, যেকোনো সময় চাকরি হারানোরও ভয় নেই কারও।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির খবরে জানা যায়, বুলেভার্দ১৩ নামে ওই রেস্টুরেন্টটির প্রতিষ্ঠাতা ডা. সৈয়দ দানিয়াল জিলানি। পেশায় চিকিৎসক হলেও অভাবিদের একটি নিশ্চিত রোজগারের উৎস করে দিতে মরামারির সময় রেস্টুরেন্টটি চালু করেন তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কর্মী ছাঁটাই
- চাকরি হারানো