কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অন্দরমহলে আলোকসজ্জার অনলাইন বাতিঘর ‘পার্পল হাউজ’

www.tbsnews.net প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৭:২০

প্রিয় ঘরকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে সাজাতে চায় সবাই। রাজা-বাদশারা ঘরের শোভা বাড়াতে ব্যবহার করতেন ঝাড়বাতি। রাজাদের আমল তো চলে গেছে সেই কবেই। বিরাট বিরাট সেসব ঝাড়বাতির ব্যবহার দেখা যায় কেবল অতি-ধনীদের ঘরে। তাই বলে মধ্যবিত্তের ঘর সাজানো কি আর থেমে আছে? তখনকার অন্দরমহল রূপ পেয়েছে এখনকার গৃহকোণে। কালের পরিক্রমায় এসেছে নিত্যনতুন ল্যাম্প, লণ্ঠন। ঝাড়বাতির আকারেও এসেছে পরিবর্তন। একবিংশ শতাব্দীর শুরুতে ছোট ছোট রং-বেরঙের মরিচবাতির ব্যবহার দেখা যেত কেবল বিয়েবাড়িতে। 


তবে এখন ছোট মরিচবাতি বা রংবেরঙের ফেয়ারি বাতির আলোকসজ্জা শুধু বিয়েবাড়ি নয়, অনলাইন বাণিজ্যের সুবাদে এখন চলে এসেছে ঘরের কোণেও। নিজ ঘর বা পড়ার টেবিল অথবা ড্রয়িং রুম সাজাতে, কিংবা প্রিয়জনকে উপহার দিতে অহরহ এ ধরনের মরিচবাতি, উইশ বল প্রচুর পরিমাণে ব্যবহার করছেন তরুণরা। এমনটিই জানালেন আলোকসজ্জা নিয়ে অনলাইন পেজ 'পার্পল হাউজ'- এর স্বত্বাধিকারী তানভীর খান।


২০১৭ সালে পার্পল হাউজ নামে এ অনলাইন শপটি দেন তানভীর। সেসময় বাংলাদেশে এ ধরনের আর কোনো দোকান ছিল না। ঘর সাজাতে খুব পছন্দ করতেন। তবে বহু জায়গায় ঘুরে ঠিক নিজের পছন্দসই জিনিস পেতেন না। নিজের জন্য সংগ্রহ করতে গিয়ে অনেকটা হঠাৎ করেই অনলাইনে এ ধরনের একটি দোকান দেওয়ার পরিকল্পনা করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও