You have reached your daily news limit

Please log in to continue


প্রথম কাজ দুর্নীতির শ্বেতপত্র দেওয়া: রিফাত

বিগত সময়ে কুমিল্লা সিটি করপোরেশনে যেসব দুর্নীতি হয়েছে প্রথমেই সেসবের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করবেন বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।

তুমুল উত্তেজনার মধ্যে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে ৩৪৩ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে বলা হয়, ১০৫ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট।

বিদায়ী মেয়র সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

তৃতীয় স্থানে থাকা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।

ফলাফল ঘোষণা সময় রিফাত নগরীর মনোহরপুরে তার বাসায় ছিলেন। পরে সাংবাদিকরা সেখানে গেলে তিনি তাদের সঙ্গে বিজয়-পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন