সিএন্ডএ টেক্সটাইলের পূনর্জন্ম
মালিকদের ঋণ খেলাপীর কারণে ২০১৭ সালে বন্ধ হয় সিএন্ডএ টেক্সটাইল। ২০২১ সালে কোম্পানিটি অধিগ্রহণের পর আবারও উৎপাদনে ফেরাতে চাইছে আলিফ গ্রুপ।
চলতি মাসেই ফ্যাক্টরির সব কাজ শেষে উৎপাদনে ফেরানোর কথা ভাবছে কোম্পানি কর্তৃপক্ষ।
অব্যবহারযোগ্য পুরানো মেশিনারিজ সরিয়ে, এখন চলছে নতুন মেশিন বসানোর কাজ।
অধিগ্রহণের পর চলতি বছরের জানুয়ারিতে উৎপাদনে ফেরানোর কথা জানিয়েছিল আলিফ গ্রুপ। আনুষঙ্গিক জটিলতা ও প্রয়োজনীয় মেশিনারিজ না আসায় সেই কথা রাখতে পারেনি তারা।
এখন কোম্পানি বলছে, প্রয়োজনীয় সব মেশিনারিজ এসেছে, ফান্ড সংক্রান্ত জটিলতাও শেষ। মেশিনারিজ স্থাপন শেষ হলে উৎপাদনে ফিরবে প্রায় পাঁচ বছর বন্ধ থাকা সিএন্ডএ টেক্সটাইলস।
সিএন্ডএ টেক্সটাইল- এর নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "কোম্পানিটিকে উৎপাদনে ফেরাতে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সেটা আরও বাড়তে পারে।"