কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রস্তুতির স্বস্তি নিয়ে প্রথম টেস্টে তাকিয়ে ডমিঙ্গো

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৪:২১

তিন দিনের প্রস্তুতি ম্যাচের পর বিরতি ছিল এক দিনের। এরপর প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করেছে দল মঙ্গলবার। ম্যাচ আর অনুশীলন মিলিয়ে প্রস্তুতি যা হয়েছে, তাতে সন্তুষ্ট রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ কোচ এখন অপেক্ষায় মাঠের লড়াই শুরু হওয়ার।


ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার। টেস্ট সিরিজের আগে একটিই ছিল প্রস্তুতি ম্যাচ। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে সেই ম্যাচে তামিম ইকবাল খেলেছেন ১৬২ রানের অপরাজিত ইনিংস। ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ে ইবাদত হোসেন চৌধুরি নিয়েছেন তিন উইকেট। ডিউক বলে প্রথম বার বোলিং করে মুস্তাফিজুর রহমানও নিয়েছেন তিন উইকেট।


বিসিবির ভিডিও বার্তায় রাসেল ডোমিঙ্গো বললেন, প্রস্তুতি ম্যাচে যথেষ্টই প্রাপ্তি দেখছেন তিনি।


“তিন দিনের ম্যাচটি যেভাবে হয়েছে, তাতে আমি খুশি। ব্যাটাররা উইকেটে মূল্যবান সময় কাটাতে পেরেছে। বোলাররাও সবাই ভালো কিছু ওভার করেছে। প্রথম টেস্টের আগে তাই গুরুত্বপূর্ণ প্রস্তুতি হয়েছে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও