সেভেরোদোনেৎস্কের ৮০ শতাংশ রুশ নিয়ন্ত্রণে, ইউক্রেনীয়দের
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের ৮০ শতাংশই এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। লুহানস্কের গভর্নর সেরগি গাইদাই এ কথা বলেছেন। শহরটির আজত রাসায়নিক কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনীয় সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরা ও রয়টার্সের।
বিরতিহীন গোলাবর্ষণ আর লড়াইয়ের কারণে বেসামরিক নাগরিকদের এখন আর বলতে গেলে সরিয়ে আনা সম্ভব নয় বলে গতকাল মঙ্গলবার স্বীকার করেন লুহানস্কের গভর্নর। তিনি বলেন, আজত রাসায়নিক কারখানায় এখনো প্রায় ৫০০ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়ে আছেন।
সেরগি গাইদাই আরও বলেন, ‘পোড়ামাটি নীতি আর রুশ বাহিনীর ভারী কামান ব্যবহারের’ কারণে ইউক্রেনীয় বাহিনীকে শহরের শিল্পাঞ্চলের উপকণ্ঠে সরে আসতে হয়েছে।