পাল্টাচ্ছে সাইবার অপরাধের ধরন, বাড়ছে অপরাধীও
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। এরপর খুব কম সময়েই তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক।
প্রায়ই তারা একে অপরের সঙ্গে নিজেদের ব্যক্তিগত ছবি শেয়ার করতেন। এক পর্যায়ে প্রাইভেট ভিডিও চ্যাটের অফার দেন ওই নারী।
তবে, ওই যুবক ধারণাই করতে পারেননি যে শিগগিরই তিনি প্রতারণার ফাঁদে পড়বেন। সেই ভিডিও চ্যাটটি রেকর্ড করে ওই নারী তার কাছে টাকা দাবি করেন। দাবি করা টাকা না দিলে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই নারী।
কাতারে বসবাসরত ৪০ বছর বয়সী ওই প্রবাসীর পরিবার গত ফেব্রুয়ারিতে অনানুষ্ঠানিকভাবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইউনিটের কাছে সহায়তা চান। এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
সাইবার ক্রাইমের তদন্ত কর্মকর্তারা এ ঘটনাকে 'সেক্সটরশন' হিসেবে অভিহিত করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন। তাদের মতে, এ ধরনের অপরাধ দেশে একটি সাধারণ ধরনে পরিণত হয়েছে।