You have reached your daily news limit

Please log in to continue


আঙুল ‘ফাটালে’ মট মট শব্দ হয় কেন? কিসের ইঙ্গিত

আঙুল ভাঁজ করে মটমট শব্দ করা অনেকেরই নিত্য অভ্যাস। যাঁরা এমন ভাবে আঙুল মুড়িয়ে শব্দ করেন তাঁদের আরাম লাগলেও, কেউ কেউ একে আলস্যের প্রকাশ ভাবেন, কেউ আবার এই শব্দ শুনলেই বিরক্ত হয়ে ওঠেন। কিন্তু কেন এমন আওয়াজ হয় আঙুলে?

আঙ্গুল ফাটালে কেন এমন মট মট শব্দ হয়, তা নিয়ে অবশ্য নিশ্চিত নন বিশেষজ্ঞরা। দীর্ঘ দিন ধরে ভাবা হত অস্থিসন্ধির মাঝে যে তরল থাকে, তাতে তৈরি হওয়া নাইট্রোজেন গ্যাসের বুদবুদ ফেটেই এহেন শব্দ হয়। কেউ কেউ আবার ভাবতেন, লিগামেন্ট এদিক-ওদিক হলেও এই ধরনের আওয়াজ হতে পারে।

২০১৫ সালে একটি গবেষণায়, এই ভাবে আঙুল ফোটানোর সময় ঠিক কী হয় তা বুঝতে, আঙুলের এমআরআই করে দেখা হয়। তাতে দেখা যায়, অস্থিসন্ধির মধ্যে আচমকা চাপের তারতম্য ঘটলে, অস্থিসন্ধির মাঝে হঠাৎ করে কিছুটা ফাঁকা জায়গা তৈরি হয়। ২০১৮ সালে অপর একটি গবেষণায় বিজ্ঞানীরা জানান, সম্ভবত এই ফাঁকা জায়গাটি ভরাট হওয়ার সময়েই মটমট শব্দ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন