You have reached your daily news limit

Please log in to continue


দাতা সংস্থাগুলোর অর্থপুষ্ট প্রকল্পগুলোকে হাওরাঞ্চলে জনবান্ধব করার দাবি

হাওরাঞ্চলের মানুষ চায় সহযোগিতা, চায় ভালোভাবে বেঁচে থাকার অবলম্বন। আর সেই কাজটি সরকারের সহযোগিতার পাশাপাশি কিছু এনজিও, দাতা সংস্থা ও কিছু প্রতিষ্ঠান আবার গবেষণাও করছে। সহায়তা করেই যেন দায়িত্ব শেষ।

দ্বীপ সদৃশ গ্রামের অসহায় মানুষগুলো কতটুকু উপকৃত হচ্ছে, না অপকার হচ্ছে কেউ তা নিয়ে ভাবছেও না, কেউই খোঁজও নিচ্ছে না। ফলে হাওরাঞ্চলের মানুষের না বলা কথাগুলো সবার চোখের আড়ালেই থেকে যাচ্ছে। তবে গবেষণা আর সহযোগিতার নামে আর দুর্ভোগ পোহাতে চায় না তারা।

খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের হাওরাঞ্চলে তাহিরপুর উপজেলায় সম্প্রতি ‘ফেইস’ নামে একটি প্রতিষ্ঠান তারা উপজেলার কয়েকটি গ্রামে বাঁশের ঘর তৈরি করে গরিব পরিবারে হস্তান্তর করেছেন। যার নাম তারা দিয়েছেন ‘খুদি বাড়ি’। দোতলা বিশিষ্ট বাড়িটি তৈরি করা হয়েছে বাঁশ, টিন ও কাঠ দিয়ে। রয়েছে দোতলায় ওঠার জন্য বাঁশের সিড়ি। উত্তর ও দক্ষিণ দিকে দুটি বড় জানালা। বর্ষায় নিচ তলায় পানি উঠে গেলে দোতলায় মানুষজন থাকতে পারবে। এ বাড়িগুলো তৈরি করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্টরা।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন