কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জান্নাতে মহানবী (সা.)-এর সান্নিধ্য চেয়েছেন যে সাহাবি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১১:১০

রাবিআ ইবনে কাব আল আসলামি (রা.)। মদিনার নিকটবর্তী আসলাম গোত্রের এক সাদাসিধা যুবক। তিনি তাঁর মা-বাবার সঙ্গে থাকতেন, গোত্রের অন্যদের মতো ছাগল চরাতেন। একদিন লোকমুখে মদিনায় নবীজি (সা.)-এর আগমনের কথা শোনেন। তাঁর দাওয়াতি মিশন সম্পর্কে অবগত হন। তিনি অবগত হন নবীজি (সা.)-এর সততা, আমানতদারি সম্পর্কে। ফলে নবীজি (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করতে উদগ্রীব হয়ে ওঠেন রাবিআ ইবনে কাব (রা.)। একসময় তিনি নবীজি (সা.)-এর দরবারে এসে ইসলাম গ্রহণ করেন। নবীজি (সা.)-কে প্রথম দেখাতেই তিনি অন্তর থেকে ভালোবাসেন।


রাবিআ ইবনে কাব আল আসলামি (রা.) রাসুল (সা.)-এর একজন মর্যাদাবান সাহাবি। আহলে সুফফার অন্যতম সদস্য। রাসুল (সা.)-এর অন্যতম খাদেম। তিনি নিজ পরিবার ছেড়ে পড়ে থাকতেন রাসুল (সা.)-এর দরবারে। তাঁর খেদমত করে খুঁজে পেতেন অনাবিল সুখ-শান্তি। এমনকি রাতেও পড়ে থাকতেন নবীজি (সা.)-এর দরজার কাছে। রাসুল (সা.) তাঁর বিয়ের ব্যবস্থা করেন। নবীজি (সা.)-এর সঙ্গে সব যুদ্ধে অংশগ্রহণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে