সুইজারল্যান্ডের ইতিহাসের শিকার রোনালদোহীন পর্তুগাল

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১১:১৩

ঠিক সেই অর্থে গোলশিকারি খেলোয়াড় বলা যাবে না সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচকে। ক্লাব ক্যারিয়ারে কখনই সেভাবে আলো ছড়াতে পারেননি। জাতীয় দলেও তাঁর পরিসংখ্যান তেমন আশা জাগানিয়া ছিল না কোনোকালে। সেভাবে কখনো গোল করতে না পারলেও বছরের পর বছর ধরে সুইজারল্যান্ড থেকে নতুন গোলশিকারি কোনো স্ট্রাইকার উঠে না আসায় এখনো মূল একাদশে সুযোগ পেয়ে যান এই ৩০ বছর বয়সী।


সেই সেফেরোভিচই গত রাতে গড়লেন গোলের ইতিহাস। আর বাড়িতে বসে বসে সে ইতিহাস গড়া দেখলেন ক্রিস্টিয়ানো রোনালদো।


গত রাতে উয়েফা নেশনস লিগে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড আর পর্তুগাল। ঘরের মাঠ জেনেভায় ৫৫ সেকেন্ডে সেফেরোভিচের গোলে এগিয়ে যায় পর্তুগাল। আর তাতেই হয়ে যায় ইতিহাস। নেশনস লিগের ইতিহাসে এর চেয়ে দ্রুত গোল আর কখনো হয়নি। বাকি সময় মাথা কুটে মরেও গোল ম্যাচে সমতা ফেরাতে পারেনি রোনালদোহীন পর্তুগাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও