কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তরুণীর মুখে কালি নিক্ষেপ

ঢাকা পোষ্ট ভারত প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৬:২০

মন্ত্রীপুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক তরুণী। আর এর জেরে সবার সামনে তাকেই ‘শাস্তি’ দেওয়া হলো। শনিবার (১১ জুন) চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির শাহিনবাগ এলাকায়। রোববার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিল্লির রাস্তায় মায়ের সঙ্গে বেরিয়েছিলেন নির্যাতিতা ওই তরুণী। একপর্যায়ে তার মুখে কালির মতো দেখতে রাসায়নিক ছুড়ে দেওয়া হয়। এই ঘটনায় বিধ্বস্ত ওই তরুণী এখন এআইআইএমএস’র  ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।


ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতের রাজস্থান রাজ্যের কংগ্রেস সরকারের মন্ত্রী মহেশ যোশীর ছেলে রোহিত যোশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন ২৩ বছর বয়সী ওই তরুণী। সেই সূত্রে শুক্রবারই অভিযুক্ত রোহিতকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। তবে ধর্ষণের অভিযোগ সত্ত্বেও রোহিতকে গ্রেপ্তার করা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও