 
                    
                    আইপিএলের মিডিয়া স্বত্ব থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বিসিসিআই
                        
                            ডেইলি বাংলাদেশ
                        
                        
                        
                         প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৩:৫৫
                        
                    
                আইসিসি আয়োজিত টুর্নামেন্টের পর বলা চলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আকর্ষণ, আবেদন সবচেয়ে বেশি। এবার এই প্রতিযোগিতার ২০২৩-২০২৭ সালের মিডিয়া রাইটস (স্বত্ব) বিক্রি করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখান থেকে বড় অঙ্কের অর্থ পেতে যাচ্ছে সংস্থাটি। রোববার বেলা ১১টায় শুরু হবে আইপিএলের ২০২৩-২০২৭ সালের মিডিয়া রাইটসের নিলাম।
যেখান থেকে বিসিসিআই প্রায় ৫০ হাজার কোটি টাকা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত আইপিএলের মিডিয়া স্বত্ব ছিল স্টারের হাতে। এ সময়ের মধ্যে বিসিসিআইকে ১৬ হাজার ৩৪৭ কোটি টাকা দিয়েছে স্টার। এবার ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত পাঁচ বছরের টেলিভিশন স্বত্ব কিনতে হলে যে কোনো সংস্থাকে আগের চেয়ে দ্বিগুণ টাকা খরচ করতে হবে এটা নিশ্চিত বলা যায়।
 
                    
                 
                    
                 
                    
                