চালু হলো ‘মাই কোর্ট’ অ্যাপ: ঘরে বসেই জানা যাবে মামলার সর্বশেষ অবস্থা

www.tbsnews.net প্রকাশিত: ১২ জুন ২০২২, ১১:৪৭

এখন থেকে কোনো মামলা সর্বশেষ অবস্থা জানার জন্য আদালতে যেতে হবে না কোনো বিচারপ্রার্থীকে। ঘরে বসেই আদালতে চলমান মামলার আপডেট জানাতে চালু হয়েছে 'মাই কোর্ট' অ্যাপ।


স্মার্টফোনে এই অ্যাপ ডাউনলোডের পর একটি অ্যাকাউন্ট খুলে করে মামলার নম্বর দিয়ে উচ্চ আদালত ও নিম্ন আদাতের যে কোনো ধরনের মামলার সর্বশেষ অবস্থা জানা যাবে। এই সেবা পাওয়া যাবে এই ঠিকানায়ও- https://causelist.judiciary.org.bd


এছাড়াও মামলার অনলাইন (দৈনন্দিন কার্যতালিকা) কজলিস্ট, জুডিসিয়াল মনিটরিং ড্যাশবোর্ডও চালু হয়েছে। কোন নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা জনগণ কিংবা বিচার সংশ্লিষ্ট যে কেউ উপর্যুক্ত ওয়েবসাইট ও মাইকোর্ট মোবাইল অ্যাপ ভিজিট করে তার মামলার সর্বশেষ তথ্যাদি পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও