![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2022%2F06%2F12%2Faus.jpg%3Fitok%3DWiHGe5fL)
বিশ্বকাপে খেলবে কোন দুই দল
কাতার বিশ্বকাপের মূল পর্বে আন্তমহাদেশীয় কোন দুটি দল খেলবে, এই সপ্তাহে নির্ধারণ হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পেরু ও কোস্টারিকার মধ্য থেকে দুটি দল জায়গা করে নেবে পরের পর্বে। এএফপির খবরে জানা গেছে, আগামীকাল সোমবার পেরুর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ২৪ ঘণ্টা পর কোস্টারিকা মুখোমুখি নিউজিল্যান্ডের।
চারটি দেশই বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য শেষ সুযোগের অপেক্ষায়। চার বছর আগে পেরু ২-০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে খেলতে গিয়েছিল। এবার সুযোগ পেলে অস্ট্রেলিয়া মূল পর্বে টানা পঞ্চমবার খেলবে। গত চারটির আসরের মধ্যে দুটি প্লে-অফে খেলতে হয়েছিল তাদের।