যৌনরোগে আক্রান্ত হলেন গাড়িতে, ক্ষতিপূরণ দিতে হলো বিমা কোম্পানিকে

ঢাকা টাইমস মিসৌরি প্রকাশিত: ১১ জুন ২০২২, ১৮:১২

সঙ্গীর গাড়িতে যৌন মিলনের পর হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) যৌনরোগে আক্রান্ত হন যুক্তরাষ্ট্রের এক নারী। এ কারণে তিনি বিমা কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন। মামলাটি আদালত পর্যন্ত গড়ালে বিমা কোম্পানিকে ৫২ লাখ মার্কিন ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। খবর বিবিসির।


যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাসিন্দা ওই নারী জানান, সঙ্গীর সঙ্গে গাড়িতেই সঙ্গম করেন তারা। কিন্তু তার সঙ্গী আগে থেকেই হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) ভাইরাসে আক্রান্ত থাকার কথা গোপন করেন। এর পর থেকেই তিনি এই ভাইরাসে সংক্রমিত হন।


আক্রান্ত হওয়ার পর গাড়ির বিমা কোম্পানি গেইকোর কাছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৯৯ লাখ ডলার ক্ষতিপূরণের দাবি করেন অই নারী। কিন্তু বিমা কোম্পানি এটা তাদের নিয়ম বহির্ভূত বলে এই দাবি প্রত্যাখ্যান করেছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও