কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সারা বছর আম সংরক্ষণের উপায়

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ জুন ২০২২, ১৩:৩৭

আম পাওয়া যায় কমবেশি তিন মাস। বারোমাস আম খেতে না পারার আফসোস তাই রয়েই যায় সবার মনে। আর তাই বারোমাস আম খাওয়ার উপায় খোঁজেন অনেকেই। জেনে আনন্দিত হবেন যে আমও দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়।



যে আমগুলো দীর্ঘদিন সংরক্ষণ করবেন, সেগুলো বাছাই করুন।
খেয়াল রাখবেন, আমগুলো যেন সতেজ থাকে এবং পেকামাকড় খাওয়া বা থেঁতলে যাওয়া না হয়।



পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কাটুন।
কেটে রাখা টুকরোগুলো একটা বায়ুশূন্য বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিন।
অথবা আমগুলোর রস করে নিয়ে ছোট ছোট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন।
গোটা আম রাখতে চাইলে দু-চারটি করে আম নিয়ে প্রথমে কাগজের প্যাকেটে মুড়ে পরে প্ল্যাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে ভালো করে মুখ বন্ধ করে রেখে দিন ফ্রিজে। দীর্ঘদিন ভালো থাকবে এবং বের করে সারা বছর খেতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও