প্রার্থীদের চেয়ে আলোচনা বেশি সংসদ সদস্য বাহারকে ঘিরে
নৌকার বিপরীতে ধানের শীষ নেই, তাই কুমিল্লা সিটি নির্বাচনের মাঠে এখন পর্যন্ত দৃশ্যমান উত্তেজনা নেই। বরং মাঠের যুদ্ধের চেয়ে স্নায়ুযুদ্ধকে বড় করে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকেরা।
এই নির্বাচনে সরকারি দলের মেয়র পদপ্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক (সাক্কু) প্রধান প্রার্থী হলেও মূল আলোচনা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে (বাহার) ঘিরে। কারণ, আগের দুই নির্বাচনে মনিরুল ছিলেন বাহারের ঘনিষ্ঠ।
এবার বাহারের অনুগত আরফানুল হক আওয়ামী লীগের প্রার্থী। তাঁকে জেতাতে না পারলে কুমিল্লার রাজনীতিতে বাহাউদ্দিনের প্রভাব-প্রতিপত্তিও চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই মেয়র নির্বাচন ঘিরে মনিরুল প্রকারান্তরে বাহারের মুখোমুখি এসে দাঁড়িয়েছে।