বিধবাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করায় কর্মচারীকে দুই টুকরো
কিশোরগঞ্জের করিমগঞ্জে হোটেল কর্মচারী মতিউর রহমান ওরফে মতি মিয়াকে (৫৫) দ্বিখণ্ডিত করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত হোটেল মালিক মো. হারিছ মিয়াকে (৫০) গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন ১৬৪ ধারায় হারিছ মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। স্বীকারোক্তিতে তিনি জানান, হারিছ মিয়ার বিধবা বোনকে কর্মচারী মতিউর রহমান ওরফে মতি মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে অন্যত্র বিয়ে করেন। এছাড়া তিনি ৫০ হাজার টাকা ধার নিয়ে হারিয়ে ফেলার অজুহাত দেখান। এতে হারিছ মিয়া ক্ষিপ্ত হয়ে ঘুমের ওষুধ মেশানো কোক খাইয়ে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান। লাশের দুই টুকরোর মধ্যে একটি অংশ একটি কবরের পাশে এবং অন্য অংশ কাঁথা দিয়ে মুড়িয়ে বস্তায় ভরে নদীতে ফেলে দেন।