কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফুটবলের কাছে একটি বিশ্বকাপ মেসির পাওনা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৭:৩৩

ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা, সব ব্যক্তিগত অর্জন ধরা দিয়েছে লিওনেল মেসির কাছে। জাতীয় দলের হয়ে শিরোপা খরা ছিল দীর্ঘদিন, সেই আক্ষেপও ঘুচেছে গত বছর কোপা আমেরিকা জয়ের মাধ্যমে। তবে এরপরও একটা জিনিসের আক্ষেপ মেসিকে কুরে কুরে খায় প্রতিনিয়ত, মেসি নিজেও অনেকবার বলেছেন, তার ক্যারিয়ারের সব প্রাপ্তির বিনিময়ে হলেও অন্তত একবার বিশ্বকাপ উঁচিয়ে ধরতে চান তিনি। আসন্ন কাতার বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর আরেকটা সুযোগ পাবেন তিনি। জাতীয় দলে তার নবীন সতীর্থ হুলিয়ান আলভারেজ মনে করেন, ফুটবলের কাছে একটি বিশ্বকাপ পাওনা মেসি।


আর্জেন্টাইন সংবাদপত্র এল পেইসের সঙ্গে আলাপচারিতায় আসন্ন কাতার বিশ্বকাপ মেসির আর্জেন্টিনা জিততে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলভারেজ, ‘আর্জেন্টাইনদের জন্য একটি বিশ্বকাপ জিততে পারলে দারুণ হবে। মেসি ফুটবলকে যা কিছু দিয়েছেন সেই হিসাবে আমি মনে করি, ফুটবলের কাছে একটি বিশ্বকাপ পাওনা মেসি। আমরা জানি না, আমরা যোগ্য কিনা, তবে আমরা (বিশ্বকাপ জিততে) সবার সঙ্গে লড়তে প্রস্তুত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও