কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোল্ডেন বুট জেতা সালাহ হলেন বর্ষসেরা, একাদশেই নেই সন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৫:৪৯

মোহামেদ সালাহ ও সন হিউং মিন, দু’জনের হাতেই সবশেষ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠেছে। দু’জনেই গেল মৌসুমে ২৩টি করে গোল করেছেন, নিজ নিজ দলের চ্যাম্পিয়ন্স লিগে উতরে যাওয়ার ক্ষেত্রে বড় অবদানই রেখেছেন তারা। তবু প্রোফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের মূল্যায়নে দু’জনের ক্ষেত্রে দেখা মিলল অদ্ভুত এক বৈপরীত্যের। মোহামেদ সালাহ জিতলেন বর্ষসেরার পুরস্কার। অন্যদিকে সন হিউং মিন বর্ষসেরা খেলোয়াড় তো দূর অস্ত, নেই বছরের সেরা একাদশেই!


সবশেষ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল শিরোপার জন্য লড়েছে একেবারে শেষ দিন পর্যন্ত। ২৩ গোল করে আর ১৩ টি গোল করিয়ে এতে বড় অবদানই রেখেছিলেন সালাহ। ওদিকে সন হিউং মিনের দল টটেনহ্যাম হটস্পার শেষ মুহূর্তে কেটেছে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। পুরো মৌসুম লিগ টেবিলের ৭-৮ এ ঘুরেফিরে শেষমেশ যে শীর্ষ চারে জায়গা করে নিয়েছে দলটি, তার পেছনে বড় অবদান সনের। ২৩ গোল করার পাশাপাশি তিনি করিয়েছেন ৯টি গোল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও