তারা লুটেরা, চোর-ডাকাতের সরকার: মির্জা ফখরুল
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণ নয়, অর্থ লুণ্ঠন ও পাচারকারীদের স্বার্থ প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কারণে এই সরকারকে লুটেরা, চোর-ডাকাতের সরকার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘যারা চুরি করল, ডাকাতি করল, লুণ্ঠন করল, বিদেশে অর্থ পাচার করল পিকে হালদারের মতো, তারা টাকা ফেরত আনতে পারবে। কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে এই সরকার, যারা এই বাজেট দিয়েছে, তারা কি সাধারণ মানুষের সরকার? তারা লুটেরা, চোর-ডাকাতের সরকার।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে