ইউক্রেনের পক্ষে যুদ্ধের অভিযোগে দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড
ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে অংশ নেওয়ার অভিযোগে দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে দোনেৎস্কের একটি আদালত। বিবিসি জানায়, বৃহস্পতিবার ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত অঞ্চল দোনেৎস্কের একটি আদালত এ রায় দেন।
অবশ্য রায়ের বিরুদ্ধে সবাই আপিল করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী। মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ওই তিন ব্যক্তি হলেন নটিংহামশায়ারের এডেন অ্যাসলিন (২৮), বেডফোর্ডশায়ারের শন পিনার (৪৮) এবং মরক্কোর সাউদিন ব্রাহিম। তাদের বিরুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে ইউক্রেনের পক্ষে যুদ্ধের অভিযোগ করা হলেও তা অস্বীকার করেছে তাদের পরিবার।
পরিবারের দাবি, তারা ইউক্রেনের সামরিক বাহিনীতে কাজ করত। দোনেৎস্ক আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। ব্রিটিশ সরকার এবং ইউক্রেনের শীর্ষ প্রসিকিউটরের দাবি, ওই আদালত মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে জেনেভা কনভেনশনের চুক্তি লঙ্ঘন করেছে।