বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

ডেইলি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০৯ জুন ২০২২, ২১:৩৩

২০২২-২৩ অর্থবছরের ঘোষিত বাজেটকে উন্নয়নমুখী, শিক্ষাবান্ধব, কর্মসংস্থান-সৃজন উপযোগী ও অন্তর্ভুক্তিমূলক আখ্যায়িত করে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।  বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ভিসি চত্বর হয়ে রাজু ভাষ্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই আনন্দ মিছিল। 


এর আগে জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, কোভিড ১৯ মহামারির সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে দেশের সবচেয়ে বড় বাজেটের রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ। সেই বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে, স্বাস্থ্যখাত ও কর্মসংস্থান সৃষ্টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও