You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচন নিয়ে কেউ কূটকৌশল করতে পারবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ হতে হবে। এ নির্বাচন নিয়ে কেউ কোনো কূটকৌশল করতে পারবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।

পর্যবেক্ষকদের এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, যদি নির্বাচনকে অস্বচ্ছ করার জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়, তাহলে তাঁরা তা সহ্য করবেন না।

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, ইভিএম তাঁদের জন্য খুবই সুবিধাজনক একটি জিনিস। ভোটের দিন, ভোটের সময় সহিংসতা হয়। ভোটকেন্দ্রে যে সহিংসতা হয়, তা নিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু ইভিএম ব্যবহার করে নির্বাচনকেন্দ্রগুলোকে সহিংসতা থেকে কিছুটা অহিংস করে তোলা সম্ভব। কারণ, সেখানে গিয়ে কেউ ১০টি ভোট দিতে পারবে না। কেউ ৫০টি ব্যালট ছিনতাই করে ভোট দিতে পারবে না। সেখানে আগে আইডেন্টিফায়েড হতে হবে, পরে বায়োমেট্রিক মিলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন