![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F8cf54ff1-5cbf-42a0-bce0-8dacc90c32fb%252Fbasil_rajapaksa.jpg%3Frect%3D0%252C67%252C3500%252C1969%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
শ্রীলঙ্কায় রাজাপক্ষের আরেক ভাইও সরে যাচ্ছেন
শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনার (এসএলপিপি) বাসিল রাজাপক্ষে কাল শুক্রবারের মধ্যে তাঁর সংসদীয় আসন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ ঘটনা সম্পর্কে জানেন, এমন একাধিক সূত্রের বরাত দিয়ে শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিররের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বাসিল রাজাপক্ষের এক ভাই গোতাবায়া রাজাপক্ষে এখন দেশটির প্রেসিডেন্ট। আর এক ভাই মাহিন্দা রাজাপক্ষে ছিলেন প্রধানমন্ত্রী। আন্দোলনের মুখে তিনি সরে যান প্রধানমন্ত্রীর পদ থেকে।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তিনি আর দ্বিতীয় দফায় নির্বাচন করবেন না। এ ছাড়া পার্লামেন্টে যে সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে, তাতে প্রেসিডেন্টের ক্ষমতা বেশ কমানো হচ্ছে। ফলে গোতাবায়া দায়িত্বে থাকলেও তেমন ক্ষমতা পাচ্ছেন না। আর পদত্যাগ করতে বাধ্য হওয়া মাহিন্দারও রাজনীতিতে ফেরার সম্ভাবনা কার্যত আর নেই।