৯০০ কর্মীকে বরখাস্ত করা সেই সিইওর বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বেটার ডটকম ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গার্গের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির একজন সাবেক কর্মী। তিনি অভিযোগ করেছেন, বন্ধকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটির আর্থিক পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের একাধিকবার বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে।
সফট ব্যাংক–সমর্থিত বেটার ডটকমের সাবেক কর্মীর নাম সারা পিয়েরসে। প্রতিষ্ঠানটির সেলস ও অপারেশনসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। তাঁর অভিযোগ, বেটার ডটকমের বিবৃতি ভুলভাবে উপস্থাপন করে বিনিয়োগকৃত অর্থ উত্তোলনের পরিবর্তে কোম্পানির এসপিএসি মার্জারের নিশ্চয়তা দিয়েছিলেন গার্গ।
বেটার ডটকমের এক আইনজীবী বলছেন, এই অভিযোগ ভিত্তিহীন। রয়টার্সের পক্ষ থেকে সফটব্যাংকের সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মামলা
- কর্মী ছাটাই
- ভারতীয় সিইও