টানা বৃদ্ধির পর ৫০ পয়সা কমলো ডলারের দর
লাফিয়ে-লাফিয়ে বৃদ্ধির পর আন্তঃব্যাংকে কমলো ডলারের দর। বুধবার প্রতি ডলারে ৫০ পয়সা কমে আন্তঃব্যাংক দর নেমেছে ৯১ টাকা ৫০ পয়সায়।
এর আগে মঙ্গলবার ৫ পয়সা ও সোমবার ২ টাকা ৫ পয়সা বেড়ে ডলারের দর উঠেছিল ৯২ টাকা। এক্ষেত্রে শুধু গত এক মাসে দর বেড়েছে ৫ টাকা ৫৫ পয়সা। আর চলতি অর্থবছরে বেড়েছিল ৭ টাকা ২০ পয়সা।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক বুধবার ৯১ টাকা ৫০ পয়সা দরে কয়েকটি ব্যাংকের কাছে ১২ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। মঙ্গলবার ৯২ টাকা দরে একই পরিমাণের ডলার বিক্রি করা হয়। সব মিলিয়ে চলতি অর্থবছর বিভিন্ন ব্যাংকের কাছে ৬৭৪ কোটি ১০ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
এভাবে ধারাবাহিকভাবে ডলার বিক্রির ফলে দেশের রিজার্ভ কমছে। আজ দিন শেষে রিজার্ভ কমে ৪১ দশমিক ৭০ বিলিয়ন ডলারে নেমেছে। মঙ্গলবার রিজার্ভের পরিমাণ ছিল ৪১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে