ফিফা বিশ্বকাপ ট্রফি বঙ্গভবনে

বিডি নিউজ ২৪ বঙ্গভবন প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১৯:২৯

কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বিশ্বভ্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে পৌছানো ফিফার ট্রফি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দেখানো হয়েছে।


বুধবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে দেখা করেন এবং সেখানে ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করেন।


এ বছর কাতার বিশ্বকাপ সামনে রেখে ট্রফি ট্যুরের অংশ হিসেবে বুধবার দুপুরে ফিফার প্রতিনিধি দল ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্তিয়ঁ কাহেম্বুর সঙ্গে ট্রফি ঢাকায় পৌঁছায়।


রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্বকাপ ফুটবল ট্রফি বাংলাদেশে প্রদর্শনের জন্য আনায় ফিফাসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করে বলেন, এর ফলে খেলোয়াড়, সংগঠক ও সমর্থকরা ফুটবলের প্রতি আরও উৎসাহিত হবে এবং বাংলাদেশের ফুটবল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যাবে।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও