বার্লিনের রাস্তায় লোকজনের ওপরে গাড়ি উঠে গিয়ে নিহত একজন

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১৮:৩০

জার্মানির রাজধানী বার্লিনের ব্যস্ত রাস্তায় একটি গাড়ি লোকজনের ওপর উঠে যাওয়ায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে। জরুরি বিভাগের কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার এ ঘটনাটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা তা স্পষ্ট নয়।


পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বার্লিনের কেন্দ্রস্থলে এর ব্যস্ততম কেনাকাটার রাস্তাগুলোর একটিতে। পুলিশের মুখপাত্র থিলো ক্যাবলিটজ বলেছেন, ‘বারোজনেরও বেশি আহত লোকের মধ্যে গুরুতর আহত মানুষ রয়েছেন। ’


পুলিশ আরো জানিয়েছে, ফুটপাথে উঠে যাওয়া গাড়ির চালক একজন ২৯ বছর বয়সী ব্যক্তি। তার জার্মান এবং আর্মেনিয়ান দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ঘটনার পরপরই পথচারীরা তাকে আটক করে। প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি রাস্তা থেকে ছিটকে ফুটপাতে উঠে পড়ে একটি দোকানের সামনের অংশে ধাক্কা দেয়।   ঘটনার ছবিগুলোতে দেখা যায়, একটি রূপালি রঙের রেনো ক্লিও গাড়ি একটি প্রসাধনীর দোকানের ডিসপ্লে ভেঙে ঢুকে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও