শেভ করার পর ত্বকের এই সমস্যা বারবার হয়? এই ৫টি সহজ টিপস কাজে আসতে পারে

eisamay.com প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১৭:৪০

শীত হোক বা গ্রীষ্ম হোক কিছু জিনিস ছেলেদের সবসময় করতে হয় আর তা হল শেভিং। আসলে ক্লিন শেভ করলে ব্যক্তির ব্যক্তিত্ব ফুটে ওঠে। এই কারণেই বেশিরভাগ মানুষ ক্লিন শেভ করতে পছন্দ করেন। তবে গরমের মরসুমে শেভ করার সময় অনেক ঝামেলা পোহাতে হয়। এমনকি সামান্য কাটার কারণেও জ্বালাপোড়া, লাল হওয়া ইত্যাদি সমস্যাও দেখা দেয়। এটা খুব বেদনাদায়ক এবং এই কারণে, এটি প্রতিদিন শেভ করা ভীতিজনক। শুধু তাই নয়, ভুল উপায়ে শেভ করলেও চুলকানি হয়। যদি আপনার সঙ্গে এই ধরনের সমস্যা দেখা যায়, তবে কিছু বিশেষজ্ঞ টিপস আপনার জন্য কার্যকর হতে পারে।



চর্মরোগ বিশেষজ্ঞ জয়শ্রী শারদ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ৫টি টিপস শেয়ার করেছেন। পুরুষদের সাজসজ্জার এই টিপস আপনার কাজে আসতে পারে। সেই সঙ্গে এই টিপসের সাহায্যে আপনি পেতে পারেন মসৃণ ও সুন্দর ত্বক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও