You have reached your daily news limit

Please log in to continue


আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মার্শাল

স্টিভ ক্লার্কের বর্তমান স্কোয়ার্ডে অন্তর্ভূক্ত থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন স্কটল্যান্ডের অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড মার্শাল। ৩৭ বছর বয়সী মার্শাল স্কটল্যান্ডের হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের বাছাইয়ের প্লে অফ ও নেশন্স লিগের তিনটি ম্যাচকে সামনে রেখে স্কটল্যান্ড দলে ডাক পাওয়া চারজন গোলরক্ষকের মধ্যে তিনিও ছিলেন। কিন্তু গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে ইউক্রেনের বিপক্ষে পরাজয়ের পরপরই তিনি স্কটিশ ক্যারিয়ার শেষের সিদ্ধান্ত নেন। 

স্কটিশ এফএ’তে তিনি বলেছেন, ‘ক্যারিয়ারের এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে এখন আমার কাছে সবকিছুই কঠিন মনে হচ্ছে। গত সপ্তাহ থেকেই আমি এ ব্যপারে চিন্তা করা শুরু করেছি। যতবারই এ ব্যাপারে ভেবেছি ততবারই মনে হয়েছে এখনই সড়ে দাঁড়ানোর সঠিক সময়।’ কুইন্স পার্ক রেঞ্জার্স ছেড়ে গত মাসে স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব হিবারনিয়ানের সাথে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্শাল। জাতীয় দলের অভিজ্ঞতা প্রসঙ্গে মার্শাল বলেন, ‘স্কটল্যান্ডে খেলার স্মৃতিগুলো সারাজীবন আমার মনে থাকবে। একজন তরুন গোলরক্ষক হিসেবে যে সুযোগ আমি পেয়েছিলাম তা অনেকের ভাগ্যেই হয় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন