বিএম ডিপোর আগুন নেভেনি ৭২ ঘণ্টায়ও, কেন?
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে শনিবার লেগেছিল আগুন, দুই দিন পেরিয়ে মঙ্গলবারও সেখানে ধোঁয়া উড়ছিল। আগুন নিয়ন্ত্রণে এলেও নেভেনি পুরোপুরি।
আগুন নেভাতে এত সময় লাগার কারণ হিসেবে সংশ্লিষ্টরা দেখাচ্ছেন, পুরো ডিপো জুড়ে ছড়িয়ে থাকা হাইড্রোজেন পার অক্সাইডের জার, রাসায়নিকের সব কন্টেইনার শনাক্ত না হওয়া, কন্টেইনার কেটে তারপর আগুন নেভানো এবং ডিপোর যন্ত্রপাতির সঙ্কট।
পাশাপাশি ২৪ একর এলাকাজুড়ে কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়া এবং পর্যাপ্ত পানি না থাকাতে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
শনিবার রাতে ডিপোতে আগুন লাগার পর সেখানে হাইড্রোজেন পার অক্সাইড বা কোনো ধরনের রাসায়নিক থাকার কথা ফায়ার সার্ভিসকে জানায় ডিপো কর্তৃপক্ষ।
রাসায়নিকের বিষয়ে না জেনেই পানি দিয়ে আগুন নেভাতে যাওয়ায় ফায়ার সার্ভিসের এত বেশি কর্মী হতাহত হয়েছে বলে দাবি করছেন বাহিনীর উপ-পরিচালক মো. আনিসুর রহমান।