যৌতুকের জন্য নির্যাতন, আত্মহত্যা করলেন এক পরিবারের তিন বধূ

ঢাকা টাইমস ভারত প্রকাশিত: ০৭ জুন ২০২২, ১৯:২৮

ভারতের রাজস্থান প্রদেশের জয়পুরের উপকণ্ঠে একটি গ্রামের একই পরিবারের তিন ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তিন বোনের। কিন্তু শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য তিনজনেই অত্যাচারের শিকার হয়েছেন নিয়মিত। অবশেষে একই সঙ্গে আত্মহত্যা করলেন সন্তানসহ তিন বোন। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় মেয়ের পরিবারকে এখনো অনেককে মোটা অঙ্কের যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিতে হয়।


কালু, কমলেশ এবং মমতা মীনা নামের তিন মেয়েকেও বিয়ে দিয়েছিলেন কৃষক বাবা। কিন্তু তারা সকলেই শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে বিরোধের শিকার হয়েছিলেন। বোনেরা একই পরিবারের তিন ভাইকে বিয়ে করেছিল এবং তারা একই ছাদের নীচে বাস করতো। তাদের আত্মীয়রা জানিয়েছে, চাহিদা মতো অর্থ দিতে না পারায় স্বামী এবং শ্বশুরবাড়ি থেকে ক্রমাগত সহিংসতার শিকার হয়েছিল তিন বোন। গত মাসে তিন বোন এবং তাদের চার বছরের ছেলে ও শিশু সন্তানদের মৃতদেহ শ্বশুরবাড়ির গ্রামের কাছেই একটি কূপে পাওয়া গেছে। এর মধ্যে কমলেশ ও মমতা দুজনেই গর্ভবতী ছিলেন। মেয়েদের এক চাচাতো ভাই জানায় আত্মহত্যার আগে তারা পরিবারের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে একটি বার্তা রেখে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও