বাহরাইনের বিপক্ষে আমরা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম: চুন্নু
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জুন ২০২২, ১৮:৫৮
দীর্ঘ ৪৩ বছর পর বাহরাইনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকেত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বের বাংলাদেশ ও বাহরাইনের ম্যাচটি শুরু হবে বিকেল সোয়া ৩টায়।
বিশ্ব ফুটবলে বাহরাইন এখন ভালো অবস্থানে। ফিফা র্যাংকিংয়ে মধ্যপ্রাচ্যের দেশটি ৮৯ নম্বরে। সেখানে বাংলাদেশ ১৮৮তম। ম্যাচ শুরুর আগেই পরিষ্কার ফেভারিট বাহরাইন। শক্তিশালী এই দলটির বিপক্ষে ভালো খেলা উপহার দেওয়া ছাড়া আর কোনো লক্ষ্যই নেই বাংলাদেশের।