নাকের হাড় বাঁকা থাকলে যেসব সমস্যা হতে পারে

যুগান্তর প্রকাশিত: ০৭ জুন ২০২২, ১২:২১

অনেকের জন্মগতভাবেই নাকের হাড় বাঁকা।  এটিই খুবই সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা। তবে আপনার নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা হয়ে থাকলে এর ফলে কিছু জটিল সমস্যা দেখা দেয়। এমন ক্ষেত্রে অস্ত্রোপচার করা লাগতে পারে।  


নাকের বাঁকা হাড়ের চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল হাফিজ শাফী। 


যেসব সমস্যা হতে পারে


নাকের হাড়টা যেদিকে বাঁকা, সেই পাশে শ্বাস নিতে কষ্ট হয়। নাক বন্ধ মনে হতে পারে কারণ বাঁকা অংশে বাতাস চলাচলের পথ সরু থাকে। মাথাব্যথা, মাথায় চাপচাপ অনুভূতি, সবসময় সর্দি, এমনকি কানেও তালা লাগার মতো সমস্যা হতে পারে। হাড় বাঁকার কারণে নাক দিয়ে রক্তপাত এবং নাকের ভেতরে ইনফেকশন হতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও