জাদু দেখালেন রুট, একাই দাঁড়িয়ে রইলো ব্যাট!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২২, ১০:০৭

বল করার জন্য প্রস্তুত কাইল জেমিসন, স্ট্রাইক প্রান্তে তৈরি বেন ফোকসও। কিন্তু সবার নজর কেড়ে নিলেন ননস্ট্রাইক প্রান্তের ব্যাটার জো রুট। রীতিমতো জাদু দেখিয়েই যেনো কোনোকিছুর সংস্পর্শ ছাড়া নিজের ব্যাট দাঁড় করিয়ে রাখলেন এ তারকা ব্যাটার।


অবাক করা এ ঘটনার দেখা মিলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টে। ম্যাচের চতুর্থ দিন ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করছিল ইংল্যান্ড। ইনিংসের ৭২তম ওভারে বোলিং করছিলেন জেমিসন। তখন ৮৭ রানে অপরাজিত জো রুট।


ননস্ট্রাইক প্রান্তে অলস দাঁড়িয়ে থাকতে থাকতে যেনো মজা করার ভূতই চাপে রুটের মাথায়। নিজের ব্যাটটি ভূমির ওপর লম্বালম্বি দাঁড় করিয়ে রেখে সবার মনে অবিশ্বাস্যের জন্ম দেন রুট। জেমিসন রানআপ শুরু করতেই ব্যাট আবার হাত দিয়ে ধরেন ইংল্যান্ডের এ সাবেক অধিনায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত