প্রত্যেকের বাসাবাড়িতে ইটিপি প্ল্যান্ট বসানো জরুরি

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুন ২০২২, ২২:২১

আতিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। প্রকৃতি এর প্রতিশোধ নিচ্ছে। দখল ও দূষণ দুটিই একসঙ্গে চলছে। জাতিসংঘে একটি মেয়র ফোরাম আছে। সেই ফোরামে আমি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান। লন্ডনের মেয়র হলো চেয়ারম্যান। সারা বিশ্ব থেকে সাতজন মেয়র অংশগ্রহণ করেছিলেন। এশিয়া থেকে আমি প্রতিনিধিত্ব করেছি। কথা বলার জন্য এটা ছিল অনেক বড় প্ল্যাটফর্ম।


সেখানে আমি তিনটি সি–এর কথা বলেছি। কোভিড, ক্লাইমেট চেঞ্জ ও কনফ্লিক্ট। তারা এটাকে খুব প্রশংসা করেছে। তিনটি সি–কে তারা মূল্য দিচ্ছে।


মেয়র ফোরামে আমি বলেছি, প্রতিদিন ঢাকা শহরে দুই হাজার মানুষ আসছে। সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। উপকূলের মানুষ সহায়–সম্বল হারিয়ে ঢাকা শহরে আসে।


তাদের সন্তানদের বাল্যবিবাহ হচ্ছে। আমি শহরের আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার কথা বলেছি। জলবায়ু তহবিলের ৫০ শতাংশ শহরে বিনিয়োগ করার কথা বলেছি। ২০৫০ সালে ৭০ শতাংশ মানুষ শহরে বাস করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও