ঘুমের ধরণ বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব! আপনি কী ভাবে ঘুমান?
eisamay.com
প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৬:২৪
Viral ছবি। আপনার ঘুমানোর ধরণই বলে দিতে পারে আপনার ব্যক্তিত্বের খুঁটিনাটি। আপনার সম্পর্কে বিভিন্ন অজানা কথা জানা সম্ভব এর মাধ্যমে।
বিজ্ঞানীরা বলেন যে, এই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের কারণ হল, আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক বিভিন্ন প্যাটার্নকে চিহ্নিত করতে এবং পরিচিত বস্তুকে চিনে নিতে খুবই দক্ষ। কিন্তু, মাঝে মাঝে আমরা এতটাই বিভ্রান্ত হই যে, চোখ এক জিনিস দেখলেও মাথা ভাবে অন্য জিনিস। আজকের অপটিক্যাল ইলিউশনে রয়েছে একটা ব্যক্তিত্বের পরীক্ষা। এর থেকেই বোঝা সম্ভব আপনি কেমন মানুষ।