কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

ঢাকা টাইমস আফগানিস্তান প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৫:৫৫

চলতি বছরের ১৬ এপ্রিল আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলা করে পাকিস্তান। হামলায় ৪৫ জন নিহত হয় বলে জানিয়েছিল আফগানিস্তান। বিমান হামলার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ তৈরি হয়েছে।


হামিদ পাকতিন আফগান ডায়াস্পোরা নেটওয়ার্কে লিখেছেন, এই বিমান হামলাগুলো তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানদের হিংসাত্মক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে মনে করা হয়।


পাকিস্তানের এমন হামলার পরে ৪৫ জন নিহত হয়। তাদের মধ্যে খোস্ত প্রদেশে ১২ জন মেয়ে ও ৩ জন ছেলে এবং কুনার প্রদেশে ৩ জন মেয়ে ও ২ জন ছেলেসহ ২০টি শিশু ছিল।


তালেবান শাসক আফগানিস্তানের ডি ফ্যাক্টো সরকার, বিমান হামলার নিন্দা করেছে এবং কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেমার্চ হস্তান্তরের জন্য তলব করেছে।


আন্তর্জাতিক আইন অনুসারে প্রশ্নবিদ্ধ সরকার অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় আসলেও, সাংবিধানিক দাবির সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী সত্তা না থাকা পর্যন্ত উপরোক্ত ঘটনাটিই হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও