ভিডিও স্টোরি: সিঙ্গাপুরে মানুষ কেন মূত্র থেকে তৈরি বিয়ার খাচ্ছে?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৫:০৯
সিঙ্গাপুরে নর্দমার পানি পরিশুদ্ধ করে যে পানি সরবরাহ করা হয়ে সেটা দিয়েই নিউব্রু নামে বিয়ার তৈরি করছে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান।
সিঙ্গাপুরের ওয়াটার এজেন্সি এই বিয়ার চালু করেছে যা দেশের বিভিন্ন দোকান ও বারগুলোতে পাওয়া যায়।
দেশের পানির সংকট এবং পানি সংক্রান্ত সমস্যাগুলোর নতুন সব সমাধান নিয়ে সচেতনতা বাড়াতে কর্তৃপক্ষের এমন উদ্যোগ।
কিন্তু মূত্র থেকে তৈরি বিয়ার কি মানুষ পান করবে? - খোঁজ নিয়েছেন বিবিসি'র মনিকা মিলার।
- ট্যাগ:
- জটিল
- ভিডিও
- বিয়ার
- মদ-বিয়ার
- ফ্রি বিয়ার