কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চড়কাণ্ডের ১৪ বছর পর ক্ষমা চাইলেন হরভজন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২২, ২০:৫৯

আইপিএলের প্রথম আসরে জাতীয় দলের সতীর্থ এস শ্রীশান্তকে ‘থাপ্পড়’ মারার ঘটনাটি এখন তাড়িয়ে বেড়ায় হরভজন সিংকে। ভারতের সাবেক এই স্পিনার এতটাই অনুতপ্ত যে, পারলে সেদিনের সেই ভুল সংশোধন করে নিতেন।


২০০৮ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ ছিল সেটি। নিয়মিত অধিনায়ক শচীন টেন্ডুলকারের অনুপস্থিতিতে সেদিন মুম্বাইয়ের নেতৃত্বে ছিলেন হরভজন।


মোহালিতে হওয়া ম্যাচটি ৬৬ রানে জিতেছিল পাঞ্জাব। মুম্বাইয়ের এক ব্যাটসম‍্যানকে আউটের পর শ্রীশান্তের আগ্রাসী উদযাপন পছন্দ হয়নি হরভজনের। ম্যাচের পর দুজনের মুখোমুখি দেখা হতেই শ্রীশান্তকে থাপ্পড় মেরে বসেন হরভজন।


টিভি ক‍্যামেরায় অবশ‍্য ধরা পড়েনি এই দৃশ‍্য। তবে দর্শকদের কেউ কেউ তা দেখেন। পরে শ্রীশান্তের কান্নার ছবিও ছড়িয়ে পড়ে।


ক্রিকেট উপস্থাপক বিক্রম সাথায়ের সঙ্গে শনিবার ‘গ্লান্স লাইভ ফেস্ট’ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন আলোচিত ঘটনার সেই দুই চরিত্র হরভজন ও শ্রীশান্ত। সেখানেই ১৪ বছর আগের সেই ওই ঘটনায় এখন অনুতপ্ত বলে জানান হরভজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও